মোঃ তাজিদুল ইসলাম:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৌকাডুবিয়ে নিখোঁজ ৩ জনের মধ্যে ১টি লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার সুরমা নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবে মা-মেয়ে সহ তিনজন নিখোঁজের ঘটনার প্রায় ৬০ ঘণ্টা পর জোৎস্না বেগম নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সুরমা ইউনিয়নের ভোজনারপার গ্রামের উদনার চর এলাকায় জোৎস্না বেগমের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি দোয়ারাবাজার থানার ওসিকে জানান।
পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। জোৎস্না বেগম দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের আইন উদ্দিনের স্ত্রী।
এদিকে নিখোঁজ বাকি দুজন নিহতের মেয়ে হাবিবা আক্তার (ময়না) ও গোলজান বেগমের সন্ধান এখনো পাওয়া যায়নি।
একজনের মরদেহের উদ্ধারের সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, ‘স্থানীয়রা মরদেহ ভেসে ওঠার খবর দিলে নৌপুলিশকে বিষয়টি জানানো হয়। তারা মরদেহটি উদ্ধার করে।’
উল্লেখ্য: গত মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে দোয়রাবাজার উপজেলার সুরমা নদীতে দোয়ারাবাজার সদর-মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর খেয়া পারাপারের সময় নৌকাডুবির এই ঘটনা ঘটে।