মোঃ তাজিদুল ইসলাম:
ছাতকের জাউয়াবাজারে সলিউশন লার্নিং ইংলিশ কর্তৃক ২০২৪ সনের এইচএসসি পরিক্ষার্থী আইসিটি ব্যাচের সকল শিক্ষার্থীদেরকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুর ১২ ঘটিকায় উপজেলার জাউয়াবাজার রইছ আলী মার্কেটের ৩য় তলায় প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠানটি হয়।
শিক্ষার্থী হাবিবা বেগমের তিলাওয়াতের মাধ্যমে সলিউশন লার্নিং ইংলিশ’র ডিরেক্টর প্রভাষক গৌছুল হক নাঈমের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের আইইএলটিএস ইন্সট্রাক্টর ও বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর এন্ড কো-অর্ডিনেটর মো: আলমগীর হোসেন।
এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরন, বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী আওয়ামিলীগ নেতা সেলিম সিদ্দিকী, জাউয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিশংকর ভৌমিক, জাউয়া বাজার ইউপি আওয়ামিলীগের সভাপতি আব্দুল মুকিত শহিদ, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিলোয়ার হোসেন চয়ন, সাবেক ছাত্র নেতা আবু হানিফা সায়মন,প্রতিষ্ঠানে শিক্ষক আলমগীর হোসেন,মাসুমা বেগম, সুমাইয়া বেগম ও পরিক্ষার্থীরা সহ এলাকার বিভিন্ন শ্রেনীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত অতিথি বৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবং বিদায়ী দুই শতাধিক শিক্ষার্থীদের কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।