তাহিরপুর, ১৭ জুলাই, ২০২৪: বিএমএসএফ'র যুগপূর্তি উপলক্ষে তাহিরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ১৭ জুলাই বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও, দীগলবাক , অলিপুর, বাকগাঁও গ্রামের শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএমএসএফ'র যুগপূর্তি উপলক্ষে প্রচেষ্টা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এ আয়োজনে করে।
এই সময় উপস্থিত ছিলেন প্রচেষ্টা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, বড়দল উত্তর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা রুমেলা খাতুন, সংগঠনের সদস্য মোঃ ছফিনুর, মোঃ তৌফিক মিয়া, গোলাপ মিয়া প্রমুখ।
সংগঠনের চেয়ারম্যান মোঃ আঃ মান্নান বলেন একটি অরাজনৈতিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জে বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটি রক্তদান কর্মসূচি, বৃক্ষ রোপন কর্মসূচি, রমজান মাসে ইফতার মাহফিল, ঈদ উপহারসহ বিভিন্ন সময় গরীব অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে।
এই কর্মসূচির সহযোগিতায় ছিলেন করেন লন্ডন প্রবাসী আছকা মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান অভি ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক শায়লা করিম শর্মি, মাগুরা জেলা সভাপতি রাজিবুল ইসলাম, ফরিদপুর জেলা সভাপতি বিপ্লব কুমার দাস।