এম আর সজিব সুনামগঞ্জ থেকে::
আজ ১৭ জুলাই ২৪ ইং (বুধবার) বেলা ৩ ঘটিকায় সুনামগঞ্জের পানসী রেষ্টুরেন্টের হল রুমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে
যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুবনেতা এরশাদ খান আল হাবিব, সালিক আহমদ, হাফিজুর রহমান ও ওয়েস আহমদ এর নেতৃত্বে ( জমিয়ত কাসেমী গ্রুপের)
অর্ধ শতাধিক নেতা কর্মী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (জমিয়ত মুফতি ওয়াক্কাস রাহিঃ গ্রুপে) মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরামের হাতে
ফুল দিয়ে জমিয়তে যোগদান করেন।
জেলা সভাপতি শায়েখ মাওলানা আব্দুশ শহীদ জামলাবাদীর সভাপতিত্বে
সাধারণ সম্পাদক হাফিজ রশীদ আহমদ ও সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি এম আব্দুল হাফিজ এর যৌত পরিচালনায় : প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মুফতি জাকির হোসাইন খান
যুগ্ম মহাসচিব ওয়ালী উল্লাহ আরমান ,
জমিয়তের কেন্দ্রীয় মিডিয়া সেল সমন্বয়ক সৈয়দ তালহা আলম, জেলা সহ সভাপতি মাওলানা আব্দুল গাফফার, সহ সভাপতি হোসাইন আহমদ ছাত্র জমিয়ত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস রুম্মান,
শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা কবির আহমদ খান, যুবনেতা এরশাদ খান আল হাবিব, সালিক আহমদ
হাফিজুর রহমান, ওয়েস আহমদ বেলাল আহমদ সালেহী, আফাজ উদ্দিন, সাদিকুর রহমান, শাহ আলম, নোমান আহমদ
ছাত্রনেতা সালমানসহ ১০১জন প্রমুখ।