রুয়েব আহমেদ
ছাত্র জনতার তুমুল আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর সারা দেশের ন্যায় শান্তিগঞ্জে বিজয় মিছিল মিছিল করেছে ছাত্র জনতা উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ। মঙ্গলবার ৬ আগষ্ট দুপুর ১২ টায় জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে স্থানীয় পাগলা বাজার থেকে সদরপুর পর্যন্ত একটি বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিজয় মিছিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো.ফারুক আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পাথারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ। পরে মিছিলটি পাগলা বাজারে গিয়ে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।