রুয়েব আহমেদঃ
পেশাগত দায়িত্ব পালনকালে আরটিবি ও দৈনিক সিলেটের ডাকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো: শহীদ নুর আহমদের উপর অতর্কিত হামলা করেছে বিজয় মিছিলে অংশগ্রহনকারী কিছু সংখ্যক দুর্বৃত্তরা। উক্ত হামলায় গুরুতর আহত অবস্থায় তাৎক্ষনিকভাবে শহীদনুর আহমদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহত শহীদ নুর আহমদের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় পাগলা বাজার এলাকায় বিএনপি ও জামাতের বিজয় মিছিল কাভার করে তিনি সহকর্মীদের সাথে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে যান। সেখানে গিয়ে দেখেন বিজয় মিছিলকারী কিছু ছাত্র জনতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল ভাংচুর করছে এ সময় এই ভাংচুরের লাইভ করেন তিনি। পরে তারা উপজেলার পাশে নব নির্মিত অডিটোরিয়ামের নাম ফলক ভাংচুর করতে গেলে শহীদনুর এটা রাষ্ট্রীয় সম্পদ না ভাঙ্গার জন্য অনুরোধ করলে ভাংচুরকারীরা তা না ভেঙে সে জায়গা ত্যাগ করে হঠাৎ করে ভাংচুরকারী দূুইজনের মধ্যে তর্ক বিতর্ক হলে তাদের বিষয়টি ভাঙ্গাতে গেলে ভাংচুরকারীরা সাংবাদিক শহীদনুরের উপর চড়াও হয় এবং দৌড়াইয়া নিয়া শান্তিগঞ্জ বাজারের সুলতানপুর রোডে নিয়ে লাঠি ও হেমার দিয়া শরীর ও মাথার বিভিন্ন স্থানে বাইরাইয়া গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান।
এ ব্যাপারে সাংবাদিক শহীদ নুর আহমদ জানান পেশাগত দায়িত্ব পালনকালে এই ধরনের হামলা মেনে নেওয়া যায় না। অপরাধীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্থি দেওয়ার জন্য মুক্তিকামী দেশবাসীর কাছে জোর দাবী জানান তিনি।
এ ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা জামাতের আমীর হাফেজ আবু খালেদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও শান্তি গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ফারুক আহমদ। তারা জানান দুর্বৃত্তকারীদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে।