স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় সব মানুষের অন্তরে প্রিয় হয়ে আছেন গীতিকার শাহ শফিক মিয়া
তথ্য সুত্রে জানা যায় শফিক মিয়ায় গ্রামের বাড়ি লুদুর পুর পোঃ ভবের বাজার,পিতা হাজী ইয়াদ আলী,মাথা তরফুল নেছা,শফিক মিয়া ৮ ভাই তিন বোনদের মধ্যে তিন নাম্বার,
উনি ছোট থেকেই বাউল গান ভালোবাসতেন, মাঝে মধ্যে কবিতা ও লিখতেন,কিন্তুু হটাৎ জীবনের তাকিদে ১৯৯২ সালে লন্ডন চলে যান, তখন কাজের চাপ ও সংসারের দায়িত্ব শুরু। তখন থেকে আর কবিতা লিখা হয়না।
হঠাৎ করেই আবার ২০১৯ সালে একটা বাউল গানের সংগঠনের সাথে জড়িত হোন তিনি, সেই থেকে মনে মনে সিদ্ধান্ত নেন গান লিখার, এ সময়ে গীতিকার শাহ শফিক মিয়া সাহেবের এক নাতিনের সাথে দেখা হয়, সে একজন, শিল্পী সুরকার ও গীতিকার, তখন নাতিন উনাকে বলেন নানা আপনি তো আগে অনেক ভালো ভালো কবিতা লিখতেন, আপনি গান লিখা শুরু করেন, যেই কথা সেই কাজ। তখন থেকেই তিনি গান লিখা শুরু করেন।
তখন তিনি তিন চার টা গান ও লিখে ছিলেন।তার পর শুরু হয়, নানান মানুষের নানান কথা শুনতে হয় গীতিকার শাহ শফিক মিয়াকে।
সেই সময় গীতিকার শাহ শফিক মিয়ার কয়েকটি গান জনপ্রিয় হয়ে উটে,তার মধ্যে
১ তুমি আসিবে বলে আমায় বলিয়াছিলে।
2 আমার মন্টা কেড়ে নিয়াগো করিলে চলনা।
৩ কাছের মানুষ বলে যারে জায়গা দিলাম অন্তরে ॥
বর্তমান সময়ে গীতিকার শাহ শফিক মিয়ার শত শত গান লিখা হয়েছে, বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা উনার গান গেয়েছেন। গীতিকার শাহ শফিক মিয়া, একজন সহজ সরল মনের মানুষ ও বিনয়ী। সব সময় গরিব দুখী মানুষের পাশে থাকেন।
গীতিকার শাহ শফিক মিয়া (লন্ডন প্রবাসি)