রুয়েব আহমেদঃ শান্তিগঞ্জ
আরটিভিতে ও দৈনিক সিলেটের ডাকের সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূরের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূর হোসেন ও উপজোলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৫ জনসহ ২০ জনকে আসামি সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, ৬ আগস্ট শান্তিগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রজনতার বিক্ষোভ মিছিল সংবাদ সংগ্রহ করে যাওয়ার পথে শান্তিগঞ্জ পয়েন্টের সুলতানপুর রোডে দুর্বৃত্তরা দ্বারা পরিকল্পিতভাবে সংঘবদ্ধ সন্ত্রাসী আক্রমন শিকার হন কর্তব্যরত সাংবাদিক শহীদনূর আহমেদ। এসময় দেশীয় অস্ত্র দিয়ে হামলা হওয়ায় গুরুতর হন তিনি। এসময় স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। হামলার ঘটনার একটি ভিডিও পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। হামলার ভিডিও ও বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে ভুক্তভোগী সাংবাদিক ১৩ আগস্ট রাতে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
সাংবাদিক শহীদনূর গণমাধ্যমকে জানান, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও তার ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, সাবেক উপজেলা ভাইন চেয়ারম্যানের টিকাদারি বাণিজ্য, ফসল রক্ষাবাঁধের দুর্নীতিসহ বিভিন্ন প্রকল্পের অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় পরিকল্পিতভাবে প্রাণে হত্যার উদ্দেশ্য হাসনাত নূর হোসেনবাহিনী তাঁর উপর এই হামলা চালান। এই ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেছেন। তিনি তাঁর উপর এই সন্ত্রাসী হামলা বিচার দাবি করেন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন বলেন, সাংবাদিক শহীদনূর আহমেদ উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তবে এখনো থানার কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি।