রুয়েব আহমেদঃ শান্তিগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিএনপির উদ্যোগে খুনি হাসিনা, দুর্নীতিবাজ ও লুটেরাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৯ আগস্ট) বিকেলে উপজেলার পাগলা বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাইমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, সহ-সভাপতি সিরাজ মিয়া, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম, জিয়াউর রহমান, আউলাদ হোসেন, প্রচার সম্পাদক দিদার চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুরাদ আহমদ চৌধুরী, ইকবাল আহমেদ, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, জয়কলস ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূর ইসলাম, দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা জাফর সাদেক লেবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান তুহিন, উপজেলা উলামা দলের সভাপতি মাওলানা সজিব আহমদ, যুবদল নেতা আবদুল মজিদ, ফরিদ গাজী, মোজাহিদ মিয়া, শ্যামল চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনসুর আলম, ছাত্রদল নেতা ও ইউপি সদস্য লিটন মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী প্রমুখ৷
সভায় বক্তারা বলেন, অচিরেই খুনি হাসিনাসহ, তার দোসর দুর্নীতিবাজ ও লুটেরাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা৷