রুয়েবঃ শান্তিগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে শান্তি ও সম্প্রীতির মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৫ জুলাই) সকাল ১১ টায় উজানীগাঁওস্থ ব্যারিস্টার আনোয়ার হোসেনের রাজনৈতিক কার্যালয় থেকে বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী নিয়ে শান্তি ও সম্প্রীতির সমাবেশ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পিকআপ-মোটরসাইকেল নিয়ে মহড়া দেন নেতাকর্মীরা।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন।
মিছিলে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, পল্লী বিদ্যুৎ সমিতির এরিয়া পরিচালক ফরিদুর রহমান ফরিদ,,উপজেলা বিএনপি’র সহ- সভাপতি, সলিবনূর বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পারভেজ সাজন , জাসদ এর জেলা আহবায়ক এফ এম রাবেদ, উপজেলা আহবায়ক নাজমুল হোসেন, সদস্য এমরানুল ,ইকরামুল হক জয়েন উপজেলা সদস্য সচিব জাসদ, পূর্ব পাগলা ইউপি বিএনপি’র সহ-সভাপতি ফারুক আহমদ, উপজেলা বিএনপি নেতা ফয়েজ আহমদ, মহিবুর রহমান, তাইবুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা রিয়াদ আহমদ, হৃদয় আহমদ, সাফওয়ান আহমদ হাজারো নেতাকর্মী প্রমুখ।