রুয়েবঃ শান্তিগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা দরগাপাশা ইউনিয়নের ছয়হাড়া সেতুতে চারদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে টোল আদায়৷ সরেজমিন বৃহস্পতিবার বিকেলে ছয়হাড়া সেতুতে বিভিন্ন পরিবহনের টোল আদায়ের এমন চিত্র দেখা যায়।
এরআগে গত ১৬ সেপ্টেম্বর এক ট্রাক শ্রমিকের সাথে টোল আদায় নিয়ে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটলে পাগলা এলাকার সর্বস্তরের শ্রমিকরা গিয়ে ওই শ্রমিককে উদ্ধার করে টোল আদায় বন্ধ করেন৷ চারদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার উপজেলার ট্রাক শ্রমিকদের সম্মতিতে, জেলা ও উপজেলার শ্রমিক ইউনিয়নের নেতাদের উপস্থিতিতে ইজারাদার বাবুল মিয়া অতিরিক্ত টোল আদায়ের দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করায় শ্রমিক নেতারা বিভিন্ন নির্দেশনা দিয়ে ফের টোল আদায়ের বিষয়ে সম্মতি দেন ৷ দেশের পরিস্থিতি দিক বিবেচনা করে আন্দোলন থেকে সরে দাড়িয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তবে আগামী ২ মাস পরে স্থায়ীভাবে টোল আদায় বন্ধের জন্য সড়ক ও পরিবহন মন্ত্রনালয়ের দারস্থ হবেন সুনামগঞ্জ জেলার সকল পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা।
এদিকে টোল আদায় পূণরায় চালু হওয়ার এলাকার সচেতন মহলের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহলের মতে বিগত ২৫ বছর যাবৎ টোল নেওয়া হচ্ছে এবং একই রাস্তার ১৫ থেকে ২০ কিলোমিটারের মাঝে রানীগঞ্জ ব্রীজে টোল আদায় করা হচ্ছে। তাহলে ছয়হাড়া সেতুতে টোল আদায় বন্ধ হওয়া অতীব জরুরী। বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশে শ্রমিকের চোখ ফাঁকি দিয়ে যেন অযৌক্তিকভাবে শ্রমিকের ঘাম জড়ানো কোটি কোটি টাকা হাতিয়ে না নেওয়া হয়।
মুঠোফোনে কথা হলে সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্রাঙ্ক, লরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর উদ্দিন বলেন, সকল ট্রাক শ্রমিক, সেতুর ইজারাদার ও শ্রমিক নেতাদের নিয়ে আলোচনা করে সবার সর্বসম্মতিক্রমে আবারও টোল চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ সেতুর ইজারাদারদের আর কখনো বাড়তি টোল না নেয়ার জন্য বলা হয়েছে৷
সুনামগঞ্জ জেলা পরিববহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক বলেন, আমরা আলোচনা মধ্যদিয়ে সকল শ্রমিককে নিয়েই টোল চালুর সিদ্ধান্ত নিয়েছি৷ ইজারাদাররা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছেন৷ তবে আমরা এই সেতুর টোল আদায় বন্ধের জন্য উর্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করবো। কারণ ৩০ কি.মি দূরে রানীগঞ্জ সেতুতেও টোল দিতে হয়। তাহলে একই রাস্তার দুই সেতুতে টোল দেয়ার কোন যুক্তিকতা নেই। আমরা পরবর্তীতে সবাইকে নিয়ে এ বিষয়ে কার্যকরী প্রদক্ষেপ নেব ।