রুয়েবঃ শান্তিগঞ্জ
ইতালি ভিসেন্সা জেলা যুবদলের সাধারণ সম্পাদক, প্রবাসী কল্যাণ পরিষদ সুনামগঞ্জ ভিসেন্সা সামাজিক সংগঠন এর সভাপতি
আব্দুল ওয়াহাবকে সংবর্ধনায় বরণ করেছেন দরগাপাশা ইউনিয়নবাসী৷
ইতালি থেকে দেশে প্রত্যাবর্তন করার পর ডাবর থেকে মোটরসাইকেল শোডাউন দিয়ে ছয়হাড়া বড়বাড়ী তে নিয়ে আসেন স্থানীয়রা৷ এরপর সম্মাননা স্মারক ও কেক কাটা হয়৷
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সামাজিক ব্যক্তিত্ব হাজী ফখরু মিয়া, আব্দুল ওয়াহাব সাহেব এর পিতা মজনু মিয়া, লিমন মিয়া, আব্দুর রব খোকন, সুয়েব মিয়া, পায়েল খান,ছাদিক আহমেদ,আবু সাইদ,ফাহিম আহমেদ, সারুয়ার মিয়া, ইমন মিয়া, মো :জাকারিয়া, সাহরিয়া নাদিম, তায়েফ আহমেদ, আবির চৌধুরী, নবাব খান, আদনান মিয়া, আরিফ মিয়া, নাছির মিয়া, বাদন তালুকদার, জুনেল খান , উদয় দাশসহ প্রমুখ।