মু.তৌহিদুল ইসলামঃ তাহিরপুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর থেকে ২টি নৌকা ও ৩ হাজার ফিট অবৈধ কারেন্ট জাল সহ ১৬ জন জেলেকে আটক করেছে আনসার ভিডিপি।
সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলমের নির্দেশে উপজেলা প্রশিক্ষক মো. হাসিবুল তারেক এর নেতৃত্বে রুপনগর ও রামসিংহপুর ক্যাম্পের আনসারদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা আনসার ভিডিপি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ১৬জন জেলেকে আটক সহ ২টি নৌকা ও তিন হাজার ফিট অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। নৌকা ২টির মূল্য আনুমানিক ৬লাখ ও কারেন্ট জালের মূল্য ২লাখ টাকা। জব্দকৃত কারেন্ট জাল মঙ্গলবার দুপুরে ইউএনওর উপস্থিতিতে পুড়ানো হয়। পরে ভবিষ্যতে এমন কাজ করবেনা বলে মুসলেকা নিয়ে জেলেদের ছেড়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, অভিযানে আটক জেলে দের মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। জালগুলো জনসম্মুখে পুড়নো হয়েছে।