তৈয়বুর রহমান, জগন্নাথপুর :
হামলা -মামলা ও নিরাপত্তাহীনতার দীর্ঘ এক যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ আজ রোববার (২০ অক্টোবর) সকালে বিএনপির ৭৭জন নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পবিত্র ওমরা পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
জানা যায়,৭৭জন সফরসঙ্গীর সাথে সিনিয়র সফরসঙ্গী রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল - ছাত্রদলের জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সভাপতি, লল্ডন মহানগরীর বিএনপির ভাইস চেয়ারম্যান জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কৃতি সন্তান এম এ রব।
ছাত্রদলের সাবেক এই সভাপতি কয়ছর এম আহমেদ এর সঙ্গে ৭৭ সফরসঙ্গীর সাথে আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) নিজ জন্মভূমি সুনামগঞ্জের জগন্নাথপুরে আসবেন।জগন্নাথপুর জাতীয়তাবাদী দল-বিএনপির আয়োজনে জগন্নাথপুর পৌর পয়েন্টে বিশাল গণসংবর্ধনায় অংশগ্রহণ করবেন।