মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শান্তিগঞ্জে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভর্তি ফরম বিতরণ শুরু শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ  শাহজালাল রঃ একাডেমি’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ৫ম শ্রেণি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা  শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ  সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে শান্তিগঞ্জে সেমিনার সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জয়কলস ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিএনপির কর্মীসভা শান্তিগঞ্জে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ গ্রেফতার ২ ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে শাখার আহবায়ক সুনামগঞ্জের নয়ন হতদরিদ্রদের মাঝে আমেরিকা প্রবাসীর ঢেউটিন ও পাকা পিলার বিতরণ

দিরাই’য়ে প্রবাসীর জমি জোরপূর্বক আত্মসাৎ করায় আইনি নোটিশ 

সুনামগঞ্জের দিনকাল ডেস্ক:
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১০ Time View

 

 

তাজিদুল,সুনামগঞ্জ:

 

সুনামগঞ্জের দিরাইয়ের তাজপুর গ্রামে প্রবাসীর জমি জোরপূর্বক আত্মসাৎ করায় জেলার কোর্ট থেকে আইনি নোটিশ আব্দুল খালেকের বরাবরে প্রেরণ করা হয়েছে।

 

গত ২৭ অক্টোবর ২০২৪ তারিখে যুক্তরাজ্য প্রবাসী মাসুদ সাঈদ মুঠোফোনে এক সাক্ষাৎকালে বলেন, আমি মাসুদ সাঈদ, পিতাঃ আব্দুল করিম সাং রাজাপুর থানা দিরাই জেলা,সুনামগঞ্জ আমি বিগত ৪০ বৎসর যাবৎ যুক্তরাজ্যে বসবাস করছি। কিন্তুু একই উপজেলার তাজপুর গ্রামে আমার দলিল মুলে ক্রয় করা ১ একর ৩০ শতক জমি যার তফসিল ৯৮ নং, জেল ১৬৬৪ নং খতিয়ান ২৭৩৮ নং দাগে ৪২ শতক, ১৬৪৮ খতিয়ান ২৭৩৫ নং দাগে ১৭.৫ শতক, ১৬৪৯ খতিয়ান ২৭২৫ নং দাগে ১০.৫ শতক, ১৬৫৭ খতিয়ান ২৭৩৬ নং দাগে ৪৫ শতক ১৭৪২ খতিয়ান ২৪২৫ নং দাগে ৭.৫ শতক ভুমি তাজপুর গ্রামের আব্দুল খালেক পিতাঃ মৃত দুলাই উল্লাহ জোরপূর্বক ভাবে প্রায় ০৮ বৎসর যাবৎ ভোগ করছে। কিন্তুু বছর খানেক আগে আমি দেশে আসি এবং তাকে আমি জমি ছাড়তে বললে সে আমাকে প্রাণে হত্যার হুমকি দেয়। তারপর ভয়ে আমি আবার যুক্তরাজ্যে চলে যাই। তারপর ২০২৩ সালে আবার বাংলাদেশে আসছিলাম এবং আমর সম্পদ দেখাশোনার জন্য একজন আম মোক্তার নিয়োগ করি। আমি আইন কে শ্রদ্ধা করি, এজন্য আমার আম মোক্তার দ্বারা কোর্ট থেকে আমার জমি ছাড়ার জন্য আইনি নোটিশ তাহার বরাবরে প্রেরণ করি। কিন্তু সে আইনী নোটিশ কে অমান্য করে।

প্রবাসী বলেন,আমার আম মোক্তার আব্দুল খালেক কে জমি ছাড়ার কথা বল্লে তাকে ও আব্দুল খালেক ভয়ভীতি দেখায়।

আব্দুল খালেক মুঠোফোনে কল করে জমির মালিককে বলেন জমি নিয়ে কোনো ধরনের কথাবার্তা বল্লে তার ফল কিন্তুু ভালো হবেনা এধরণের হুমকি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

শুভ জন্মদিন সুনামগঞ্জ জেলা আ.লীগের অন্যতম( সদস্য) মাসুক আহমদ সরদার। শুভেচ্ছা বার্তা, রবিনূর মিয়া, দিরাই শুভ জন্মদিন। শ্রদ্ধেয় প্রিয় নেতা সময়ের সাহসী আদর্শ পরিবারে সন্তান,সৎ নিষ্ঠাবান, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর ও তারুণ্যের অহংকার। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, রাজপথের তুখোড় নেতা, মুজিব আদর্শের সৈনিক জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন প্রিয় নেতা সুন্দর ও প্রাণবন্ত হোক আপনার আগামীর পথচলা, আপনার দোয়া আর স্নোহ ভালবাসা বন্ধন টিকে থাকুক যুগ থেকে যুগান্তরে আমাদের। আজকের এই বিশেষ দিনে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে জানাই। শুভ জন্মদিন ও জন্মদিনের শুভেচ্ছা সবসময় খুশি থাকুন এই কামনা করি। বাকিটা জীবন যেন এই বন্ধন অটুট থাকে আল্লাহর কাছে এই দোয়াই করি। সুন্দর ও প্রাণবন্ত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয়! চাঁদের আলোয় উদ্ভাসিত হোক আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্ত। আপনার সততা,প্রজ্ঞা, মেধা,বিচক্ষণতা,দক্ষতা বুদ্ধিমত্তা,আদর্শ দিয়ে আরো সামনে এগিয়ে যান প্রিয় ভাই। পরিশেষে, আপনার সুস্বাস্থ্য, সফলতা এবং দীর্ঘায়ু উত্তরোত্তর সফলতা কামনা করছি।## শুভেচ্ছান্তেঃ __রবিনূর মিয়া।

© All rights reserved © 2024
themesba-lates1749691102