তাজিদুল,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দিরাইয়ের তাজপুর গ্রামে প্রবাসীর জমি জোরপূর্বক আত্মসাৎ করায় জেলার কোর্ট থেকে আইনি নোটিশ আব্দুল খালেকের বরাবরে প্রেরণ করা হয়েছে।
গত ২৭ অক্টোবর ২০২৪ তারিখে যুক্তরাজ্য প্রবাসী মাসুদ সাঈদ মুঠোফোনে এক সাক্ষাৎকালে বলেন, আমি মাসুদ সাঈদ, পিতাঃ আব্দুল করিম সাং রাজাপুর থানা দিরাই জেলা,সুনামগঞ্জ আমি বিগত ৪০ বৎসর যাবৎ যুক্তরাজ্যে বসবাস করছি। কিন্তুু একই উপজেলার তাজপুর গ্রামে আমার দলিল মুলে ক্রয় করা ১ একর ৩০ শতক জমি যার তফসিল ৯৮ নং, জেল ১৬৬৪ নং খতিয়ান ২৭৩৮ নং দাগে ৪২ শতক, ১৬৪৮ খতিয়ান ২৭৩৫ নং দাগে ১৭.৫ শতক, ১৬৪৯ খতিয়ান ২৭২৫ নং দাগে ১০.৫ শতক, ১৬৫৭ খতিয়ান ২৭৩৬ নং দাগে ৪৫ শতক ১৭৪২ খতিয়ান ২৪২৫ নং দাগে ৭.৫ শতক ভুমি তাজপুর গ্রামের আব্দুল খালেক পিতাঃ মৃত দুলাই উল্লাহ জোরপূর্বক ভাবে প্রায় ০৮ বৎসর যাবৎ ভোগ করছে। কিন্তুু বছর খানেক আগে আমি দেশে আসি এবং তাকে আমি জমি ছাড়তে বললে সে আমাকে প্রাণে হত্যার হুমকি দেয়। তারপর ভয়ে আমি আবার যুক্তরাজ্যে চলে যাই। তারপর ২০২৩ সালে আবার বাংলাদেশে আসছিলাম এবং আমর সম্পদ দেখাশোনার জন্য একজন আম মোক্তার নিয়োগ করি। আমি আইন কে শ্রদ্ধা করি, এজন্য আমার আম মোক্তার দ্বারা কোর্ট থেকে আমার জমি ছাড়ার জন্য আইনি নোটিশ তাহার বরাবরে প্রেরণ করি। কিন্তু সে আইনী নোটিশ কে অমান্য করে।
প্রবাসী বলেন,আমার আম মোক্তার আব্দুল খালেক কে জমি ছাড়ার কথা বল্লে তাকে ও আব্দুল খালেক ভয়ভীতি দেখায়।
আব্দুল খালেক মুঠোফোনে কল করে জমির মালিককে বলেন জমি নিয়ে কোনো ধরনের কথাবার্তা বল্লে তার ফল কিন্তুু ভালো হবেনা এধরণের হুমকি দেন।