রুয়েবঃ শান্তিগঞ্জ
শান্তিগঞ্জ উপজেলা সংলগ্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও নমুনা ঔষধ পাওয়ায় ৪ টি ফার্মেসীতে ৯০০০/= (নয় হাজার টাকা) জরিমানা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা এর নেতৃত্বে উপজেলা সংলগ্ন বাজারে বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোট) অভিযান পরিচালনা করে হোসেন ফার্মেসী,জয় মেডিক্যাল হল, হাজী ফার্মেসী ও মাহী ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও নমুনা ঔষধ পাওয়া যায়। উক্ত মেয়াদোত্তীর্ণ ও নমুনা ঔষধগুলো বিক্রয়যোগ্য নহে এবং অপরাধজনক। ঔষধগুলো জব্দ করা হয়েছে এবং ৪ টি ফার্মেসীতে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৮ ও ৯ ধারা অনুসারে হোসেন ফার্মেসীতে ৩০০০/=, জয় মেডিক্যাল হলে ৩০০০/=, হাজী ফার্মেসীতে ১৫০০/= ও মাহী ফার্মেসীতে ১৫০০/= টাকাসহ মোট ৯০০০/= টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এরকম অপরাধ হইতে বিরত থাকার অঙ্গীকারে প্রাথমিক অভিযানে জরিমানা হ্রাসকরণ ও সতর্কতা অবলম্বণের নির্দেশ প্রদান করা হইয়াছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ঔষধ প্রশাসন বিভাগের তত্ত্বাবধায়ক মিঠুন সাহা, শান্তিগঞ্জ থানার এস আই তুষার আচার্য্য, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পারভেজ আহমদ,পার্থ রায়, মুজিবুর রহমান সহ প্রমূখ।