রুয়েবঃ শান্তিগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনার পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৬ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ নভেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ভোরের চেতনার শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি রুয়েব আহমদ৷
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, থানার অফিসার ইনচার্জ(ওসি) আকরাম আলী, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা বিএনপি সহ-সভাপতি সিরাজ মিয়া, সলিব নূর বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, উপজেলা ওলামাদলের সভাপতি সজিব আহমদ, জেলা শ্রমিক কল্যাণের এসিস্ট্যান্ট সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শুয়েব আহমদ ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির প্রমুখ।
এসময় পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নুরুল হক, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মহির, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি রায়েজ নূর, ছাত্রদল নেতা সাগর আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।