সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদশ জামায়াতে ইসলামী’র কয়েকটি ইউনিয়ন কমিটি সেটাপ দেওয়া সম্পন্ন হয়েছে।
২৪ শে নভেম্বর ( রবিবার) দিন ব্যাপী বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে প্রোগ্রামের মাধ্যমে কমিটি সেটাপ দেওয়া হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার তিনটি ইউনিয়নে দু’বছর মেয়াদের (২০২৫/২০২৬ সাংগঠনিক সেশনের) জন্য নতুন দায়িত্বশীল সেটআপ প্রোগ্রাম সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
দায়িত্বশীল সেটাপ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের সম্মানিত জেলা-মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য, জেলা অফিস বিভাগীয় সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ ও উপজেলা সেক্রেটারি মাষ্টার দিলোয়ার হোসেন।
ইউনিয়ন গুলোর মধ্যো দরগাপাশা ইউনিয়ন,পশ্চিম পাগলা ইউনিয়ন,ও জয়কলস ইউনিয়ন(পূর্ব অঞ্চল) উপশাখার সাবেক দায়িত্বশীলদের উপস্থিতিতে নতুন সেশনের দায়িত্বশীল সেটাপ সম্পন্ন হয়েছে।