রুয়েবঃ শান্তিগঞ্জ
‘অর্থনৈতিক শুমারীতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে উপজেলা শুমারী স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুক সরকার।
সভায় বক্তব্য রাখেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, স্যানেটারি ইনস্পেক্টর শহিদুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব প্রমুখ৷