রুয়েবঃ শান্তিগঞ্জ
আগামী ২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তিগঞ্জ উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত রবিবার (২৪নভেম্বর) সকাল ১১ টা সময় উপজেলার পাগলা বাজারের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠানে জামায়াতের সাধারণ সভার মাধ্যমে সেটিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য, জেলা অফিস বিভাগীয় সেক্রেটারি নুরুল ইসলাম
গত ১৫(নভেম্বর) রুকনদের ভোটে উপজেলা আমীর নির্বাচিত হন হাফেজ আবু খালেদ, ২৪ নভেম্বর উপজেলা আমীর সদস্যদের (রুকন) সাথে পর্রামশ করে দিলোয়ার হোসেন উপজেলা সেক্রেটারী, আসাদুজ্জামান উপজেলা সহকারী সেক্রেটারি ও বায়তুলমাল সম্পাদক, মাওলানা আশরাফ আলী,তারবিয়াত ওউলামা মাশায়েখ বিভাগীয় সেক্রেটারি, আতিকুর রহমান পেশাজীবী সমাজ সেবাও H.R.D বিভাগীয় সেক্রেটারি, তাজুল ইসলাম, প্রচার,প্রকাশনা,পাঠাগার ও মিডিয়া বিভাগ সেক্রেটারি, রায়েজ নুর কে শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব বিভাগীয় সেক্রেটারি মনোনিত করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন -ইসলামী সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব সমাজের প্রতিটা ক্ষেত্রে যথাযথ ভাবে পালন করতে হবে।আমরা প্রত্যেকটি পরিবারে আমাদের সংগঠনের দাওয়াত পৌঁছে দিব বাংলাদেশের কোন মানুষ যেন আরে দাওয়াত থেকে বঞ্চিত না হয়
আজকে যারা দায়িত্ব পেয়েছেন আমরা সকলেই ঈদের আনুগত্য করব.!