রুয়েবঃ শান্তিগঞ্জ
শান্তিগঞ্জের হাঁসকুড়ি গ্রামের প্রিয়জন সঞ্চয় ঋণদান সমবায় সমিতির উদ্যোগে ২য় মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার(৭ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার হাঁসকুড়ি গ্রামের প্রিয়জন সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সদস্যদের সার্বিক পরিচালনায় শান্তিগঞ্জ উপজেলার পুর্ব বীরগাঁও ইউনিয়ন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন, পুর্ব পাগলা ইউনিয়ন ও পশ্চিম পাগলা ইউনিয়ন সহ মোট চারটি ইউনিয়ন কে নিয়ে প্রিয়জন সঞ্চয় ঋণদান সমবায় সমিতির ২য় মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন হয়।
মেধাবৃত্তি পরীক্ষা প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাঁসকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোছাঃ সাজমিন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, প্রিয়জন সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সভাপতি ফয়ছল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ছাইম উদ্দিন, কোষাধ্যক্ষ সম্পাদক কল্লান ব্রত তালুকদার, নির্বাহী সদস্য মহসিন আলী, তোফায়েল আহমেদ, গোলাম জিলানী চৌধুরী, মিঠু চন্দ্র তালুকদার, এইচ আর সুমন ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ প্রমুখ।