রুয়েবঃ শান্তিগঞ্জ
সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বার্ষিক দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন হয়
আজ ১১ ডিসেম্বর (বুধবার) সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের কার্যালয়ের হলরুমে সকাল ১০ টা থেকে সন্ধা ৫টায় সমাবেশ সম্পন্ন হয়।জেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুজ্জামান পিয়াসের সভাপতিত্বে, জেলা সেক্রেটারি মেহেদি হাসান তুহিনের পরিচালনায় সমাবেশ সম্পন্ন হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি, আবুল কালাম আজাদ, সাবেক জেলা সভাপতি এড. শামসউদদিন, সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়বে আমীর, মুমতাজুল হাসান আবেদ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আমাদের সময়ে আন্দোলন করা কতটুকু কষ্ট ছিল- যাতায়াতের সুযোগ সুবিধা ছিল না। বিভিন্ন উপজেলা সফরকালে বিদ্যালয়ের রুমে রাত্রিযাপন করতেন। সুনামগঞ্জ জেলার ১২ টি উপজেলার শিবিরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা নিজেদর অঞ্চলের বার্ষিক কাজের হিসাব প্রদান করেন।