সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

সুনামগঞ্জে আইডিয়া ‘বিএইচএ’ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত 

সুনামগঞ্জের দিনকাল ডেস্ক:
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০ Time View

শান্তিগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) বিএইচএ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর) সকাল ১০.০০ ঘটিকায়  আইডিয়া বিএইচএ প্রকল্পের বাস্তবায়নে এবং ইউএসএআইডি’র আর্থিক ও সেভ দ্য চিলড্রেনের সার্বিক সহযোগীতায় সুনামগঞ্জ পৌরসভার মেয়রের সম্মেলন কক্ষে বিএইচএ  প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডিসি জেনারেল (সার্বিক) ও সুনামগঞ্জ পৌরসভার  প্রশাসক সমর কুমার পাল, এর আগে স্বাগত বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার দিলদার মাহমুদ, প্রধান অতিথির বক্তব্যে সমর কুমার পাল বলেন, ওয়ার্ড পর্যায়ে যতটুকু কাজ বাস্তবায়ন করা হবে তা মাঠ পর্যায়ে স্টেকহোল্ডারদের সাথে সমন্বয়ের মাধ্যমে তার চাহিদা নিরূপণ করে মানসম্মত উপায়ে স্থায়ীত্বশীলভাবে কাজ করার পরামর্শ দেন, তার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরকে পরিকল্পনামাফিক প্রশিক্ষণ প্রদান করে তাদের আয় কিভাবে বাড়ানো যায় সেদিকে খেয়াল রাখার বিষয়ে কথা বলেন। তিনি আরও বলেন, পৌরসভার আওতায় যেসব স্কুল রয়েছে সেখানে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে ভবিষ্যতে কোন কাজ করা যায় কিনা তা বিবেচনা করার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত, উপজেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, সেভ দ্য চিলড্রেনের প্রকল্প কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সুনামগঞ্জ রেড ক্রিসেন্টের ইউনিট অফিসার কনিকা তালুকদার।

এসময় বিএইচএ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আবুল কালাম আজাদ বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়ার পরিচিতি এবং এই প্রকল্পের লক্ষ্য – উদ্দেশ্য ও সকল কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।

উক্ত অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, সেভ দ্য চিলড্রেনের টেকনিক্যাল স্পেশালিষ্ট সাইফুল আলম, প্রজেক্ট অফিসার(ইন্জিনিয়ার) আখফারুজ্জামান রুবেল, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মো. সেলিম উদ্দিন, উচ্চমান সহকারী আসাদুজ্জামান আসাদ, সনাক্তকারী সাঈদ আনোয়ার, আইডিয়া বিএইচএ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. সালা উদ্দিন, ফিল্ড ফ্যাসিলিটেটর শ্রীকান্ত বৈদ্য, এনজিও প্রতিনিধি এফআইভিডিবি’র প্রজেক্ট অফিসার মো. আব্দুর রব, ৩, ৬, ৯  নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য( পুরোহিত) মানিক লাল ভট্টাচার্য, ইমাম আব্দুস সালাম সেলিম, আমির হোসাইন ও তাজুল ইসলাম তারেক প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
themesba-lates1749691102