রুয়েবঃ শান্তিগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাহবুবা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ফারুক আহমেদ।
উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য লিটন মিয়া এবং রুয়েল আহমদের যৌথ সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর, সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, বিএনপি নেতা নুরুল ইসলাম, আঙ্গুর মিয়া, জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ও পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন।
কর্মীসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, আহবায়ক আবুল খয়ের, জিয়াউর রহমান, জেলা যুবদলের সদস্য আব্দুল মজিদ, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি শাহিন মিয়া, জয়কলস ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, যুবদল নেতা হুমায়ুন কবির, তোফায়েল আহমদ, হাসনাত হোসেন, সৈয়দ আলম, ছমির উদ্দিন, জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সুয়েব আহমদ, জুনেদ আহমদ ও ইউনিয়ন প্রজন্মদলের সহ-সভাপতি কাওছার আহমদসহ প্রমুখ। এসময় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসঙ্গঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।