রুয়েবঃ শান্তিগঞ্জ
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাফর ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও এনজিও সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস৷
প্রশিক্ষণে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, এনজিও সংস্থা আরপিডব্লিউএসের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, যুব সংগঠক রুয়েল মিয়া, রাজা মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন যুব সংঠনের সদস্য ও যুব সংগঠকরা উপস্থিত ছিলেন।