রুয়েবঃ শান্তিগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সাংহাই হাওরের ৩নং পিআইসিতে ভুয়া মুক্তিযোদ্ধা, শিক্ষক ও আওয়ামী দোসর নিয়ে গঠিত কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। রবিবার(২২ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর এমন অভিযোগ দিয়ে ওই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আবেদন করেছেন জয়কলস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী। অভিযোগ সুত্রে জানাযায়, সাংহাই হাওরের ৩নং প্রকল্প বাস্তবায়ন কমিটিতে ৪ নং সদস্য শাহীনুর আলম তুহিন। মুক্তিযোদ্ধা হিসেবে কমিটি নাম থাকলেও তিনি কোন মুক্তিযোদ্ধা নন প্রকৃতপক্ষে তিনি একজন সিএনজি চালক। ৫ নং সদস্য মোঃ মনির উদ্দিন তিনিও শিক্ষক নন। জামলাবাজ গ্রামে মনির উদ্দিন নামে কোন শিক্ষক নেই। এবং ৩ নং সদস্য কিজির আহমেদ সে বিগত সৈরাচারী সরকারের দোসর ছিল। বিগত সরকারের মন্ত্রী ও বিভিন্ন নেতাকর্মীর সাথে তার বিভিন্ন রকমের ছবি ও পোষ্টার রয়েছে। তাই এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আকুল আবেদন জানিয়েছেন বিএনপির এই নেতা। এ ব্যাপারে কথা হলে শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী (এসও) মমিন মিয়া বলেন, কমিটি নাম টাইপিং এর সময় ভুল হয়েছে এগুলো পরিবতর্ন করে দেওয়া হবে। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হবে। নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।