রুয়েব আহমেদঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ৩ বারের সাধারণ সম্পাদক জিলানী মিয়ার অবিলম্বে মুক্তি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছেন শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ।
রবিবার(২৫ আগস্ট) বিকেলে শান্তিগঞ্জ বাজারে সুনামগঞ্জ- সিলেট আঞ্চলিক মহাসড়কে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়৷
মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রিপন তালুকদার, সহ-সভাপতি জমিল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, কোষাধ্যক্ষ হাফিজ আব্দুর রশিদ, প্রচার সম্পাদক আতিকুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ হুমায়ুন আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সদস্য রায়হান আহমদ, সাধু মিয়া, সাজু মিয়া, আব্দুন নুর, নুর হোসেন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রমজান আলী, নাসির মিয়া, আব্দুল কাইয়ুম, হোসাইন আহমদ, মামুন আহমদসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাজারের সাধারণ সম্পাদক জিলানি মিয়া অত্যন্ত ভালো মানুষ। যারা অহেতুক মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি অনতিবিলম্বে এই মিথ্যা মামলা থেকে জিলানী মিয়াকে প্রত্যাহার করার জোর দাবী জানান তারা।
মানববন্ধনের পর ব্যবসায়ীরা জিলানী মিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে প্রত্যাহার দিতে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন৷
প্রসঙ্গত, গত ৬ আগস্ট শান্তিগঞ্জ উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি শহীদনূর আহমেদ। এই ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক। এই মামলার ১৫ নং আসামি ছিলেন শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিলানী মিয়া। গত ২১ আগস্ট বুধবার এই মামলায় জামিন পেতে আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন৷