তৈবুর রাহমানঃ জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার এক অস্থায়ী মিলনায়তনে উপজেলা আমীর মাওলানা লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন এর পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীলদের নিয়ে সকাল ১০ঘটিকায় শুরু হয়ে বিকাল ৪ঘটিকায় বিভিন্ন অধিবেশনের মধ্য দিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর বায়তুলমাল সেক্রেটারি হযরত মাওলানা মুফতি আলী হায়দার।কর্মশালায় আরো উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আমীর হাফিজ আবু খালেদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন,বায়তুলমাল সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদ, পৌর সভাপতি আব্দুল কাইয়ুম,কর্মপরিষদ সদস্য আবু তাইদ, লুৎফুর রহমান,পৌর সেক্রেটারি আলী আহমদ, উপজেলা শিবিরের সভাপতি রাকাব আহমদ শিশির, আবু তাহের ও জাকির হোসাইন প্রমুখ।
পরে কর্মশালার সদস্যদের নির্দিষ্ট বিষয়ের উপর বক্তৃতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয় এবং শেষে দেশের মঙ্গল কামনায় মোনাজাতের মধ্য দিয়ে কর্মশালা সমাপ্ত হয়।