শান্তিগঞ্জ প্রতিনিধি।
বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় ও বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনা সভা করেন সাবেক শিক্ষার্থীরা।
গত ১১ অক্টোবর ২০২৪ ইংরেজি রোজ শুক্রবার রাত ৮.০০ টায় গোল্ডেন ব্যাচের শিক্ষার্থী মোঃ খালিক মিয়া ( সোহেল) এর সভাপতিত্বে ও মোঃ রেজওয়ানুল হকের পরিচালনায় সাবেক শিক্ষার্থীদের নিয়ে সিলেটের মদিনা মার্কেট, চিলি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে বাচ্চু স্যারের চিকিৎসার সহায়তার জন্য একটি ক্যাম্পেইনের উদ্বেগ গ্রহণ করা হয় এবং পরবর্তীতে বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী পালনের লক্ষ্যে বিরাট পরিসরে পুনরায় বসার পক্ষে সবাই মতামত দেন। তাছাড়া ও বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
তখন আলোচনা সভায় উপস্থিত ছিলেন কবিরুল ইসলাম, বাবলুল হক,সাইম উদ্দিন, বশির আহমেদ, মনজুর আজাদ,মিজানুর রহমান, আকবর হোসেন,কল্লান ব্রত,সাইদুল ইসলাম, সজীব আহমেদ, ও সামরান,প্রমুখ।