সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিগঞ্জে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভর্তি ফরম বিতরণ শুরু শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ  শাহজালাল রঃ একাডেমি’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ৫ম শ্রেণি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা  শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ  সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে শান্তিগঞ্জে সেমিনার সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জয়কলস ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিএনপির কর্মীসভা শান্তিগঞ্জে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ গ্রেফতার ২ ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে শাখার আহবায়ক সুনামগঞ্জের নয়ন হতদরিদ্রদের মাঝে আমেরিকা প্রবাসীর ঢেউটিন ও পাকা পিলার বিতরণ

ফেইসবুক ফেইক আইডি দিয়ে সের মো:আনছার হুদার বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ—-

সুনামগঞ্জের দিনকাল ডেস্ক:
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ Time View

 

তৈবুর রহমানঃ জগন্নাথপুর

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাঠলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকার সের মো: আনছার হুদা অভিযোগে বলেন, বিগত ১৪/১০/২০২৪ইং তারিখ রাত্র অনুমান ০৯.০০ ঘটিকার সময় আমি আমার বাড়ীতে ছিলাম। ঐসময় আমি আমার নিজ নামীয় ফেসবুক আইডি যাহা “আনছার আহমদ” যাহার লিংক নং-https://www.facebook.com/profile. php?id=100064671635095 পর্যবেক্ষন করাকালীন দেখি যে, আমার ফেসবুক আইডিতে পোস্টকৃত ভিডিও এডিটিং এর মাধ্যমে অজ্ঞাতনামা বিবাদী তাহার ফেসবুক আইডি “মৃত্যুর সংবাদ” যাহার লিংক নং- https://www.facebook.com/mrtyurasambada হইতে একের পর এক পোস্ট করিতেছে। বিবাদী আমার ছবি দিয়া ও আমার ভিডিও এডিটিং করিয়া বিভিন্ন লোকজন ও রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা বানোয়াটমূলক স্ট্যাটাস পোস্ট করিতেছে। অজ্ঞাতনামা বিবাদীর পোস্ট আমার এলাকার লোকজনসহ আমার আত্মীয় স্বজন দেখিয়া আমাকে বিভিন্ন ধরনের মন্তব্য করিতেছেন। ইহাতে আমি সামাজিতভাবে হেয়পতিপন্নসহ আমার মানহানী হইতেছে। অজ্ঞাতনামা বিবাদী আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাহার ফেসবুক আইডি হতে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াটমুলক স্ট্যাটাস পোস্ট করিয়া আমাকে সামাজিতভাবে হেয়পতিপন্নসহ আমার মানহানী করিতেছে। বিবাদীর উক্তরোপ কার্যকলাপে ‘আমি চরম নিরাপত্তা হীনতায় ভূগিতেছি। এমনকি সামাজিকভাবে লজ্জায় স্বাধীনভাবে চলাফেরা করা অসম্ভব হইয়া পড়িয়াছে।

 

প্রকাশ থাকে যে, জগন্নাথপুর থানাধীন মোহাম্মদপুর সেরা সাকিনে মৃত গেদাব আলীর ছেলে মোঃ জাবেদ মিয়া ও তাহার ভাই নবিন হোসেন দীর্ঘদিন হইতে ফেইক আইডি খুলিয়া এলাকার বিভিন্ন লোকজনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাইয়া, পরবর্তীতে তাহাদের নিকট চাঁদা দাবী আদায় করিয়া আসিতেছে। এই বিষয়ে মোঃ জাবেদ মিয়া ও তাহার ভাইয়ের বিরুদ্ধে লোহারগাঁও সাকিনের লন্ডনী আলা উদ্দিন সাহেবের বাড়ীতে একটি শালিস বৈঠক হইলে তাহারা উক্ত বৈঠকে তাহাদের দোষ স্বীকার করিয়া পরবর্তীতে এমন কাজ করা হইতে বিরত থাকার জন্য অঙ্গিকারনামা সম্পাদন করে।

আমার সন্দেহ হইতেছে বর্ণিত বিবাদীদ্বয় আমার নিকট হইতে চাঁদা আদায়ের জন্য তাহার ফেসবুক আইডিতে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মূলক স্ট্যাটাস দিয়া অপপ্রচার চালাইতেছে।

 

এমতাবস্থায় উক্ত বিষয়টি আমার পরিবারের লোকজনের সাথে আলাপ আলোচনা করিয়া থানায় হাজির হইয়া অত্র অভিযোগ দায়ের করিলাম। যার স্কীনশর্ট অত্র সাথে সংযুক্ত করিলাম।

 

অতএব, উপরোক্ত বিষয়টি সু-বিবেচনা পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে আপনার মর্জি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
themesba-lates1749691102