মোঃ তাজিদুল ইসলাম:
কক্সবাজারে বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের ১৪তম আঞ্চলিক ট্রেনার্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) আঞ্চলিক শাখার কক্সবাজারের রেলওয়ে স্টেশন আইকনিক কনফারেন্সে অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানটি গত শুক্রবার ১২ জুলাই ও রবিবার ১৩ জুলাই অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস, রেলওয়ে, নৌ এবং এয়ার অঞ্চলের উপ-পরিচালক মোঃ হামজার রহমান শামীম বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা নৌ পরিদর্শন করেন। এ সময়ে জেলা সচিব লে:নাহিদ স্যার এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং স্কাউটিং সম্প্রসারণ এর লক্ষ্যে বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করা হয়।
এছাড়াও কক্সবাজার জেলা নৌরোভার এবং স্কাউট দের নিয়ে ফান্ডামেন্টাল অব স্কাউটিং’র উপর একটি সুন্দর গঠনমূলক সেশন পরিচালনা করা হয়। জাতীয় সদর দপ্তর এবং আঞ্চলিক স্কাউটস থেকে কক্সবাজার জেলা নৌ এর অনুকূলে অর্থ বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সহায়তা করার আশ্বাস প্রদান করেন।
সকল নৌ-রোভার সদস্য সেশনটি মুগ্ধতার সাথে উপভোগ করেছে এবং জ্ঞান অর্জন করেছে। জেলা স্কাউটস এর রেজিস্টার, আয় ব্যয়ের হিসাব পর্যবেক্ষণ করা হয়। প্রেসিডেন্ট স্কাউট এবং প্রেসিডেন্ট রোভার স্কাউট তৈরি করতে পরামর্শ প্রদান করা হয়। গ্রুপ ছবিতে জাতীয় উপ-কমিশনার শাহিন রাজু-এলটি এবং আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষণ) প্রদীপ কুমার নাহাসহ সকলের অংশগ্রহণে একটি গ্রুপ ছবি তোলা হয়।